আবুধাবি প্রতিনিধিঃ ৪ঠা ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোতাহের হোসেন (খোকন)এর সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী কল্যান পরিষদের যুগ্ন সম্পাদক নুর হোসেন (তুহিন) এর সঞ্চালনায় আরব আমিরাতের রাজধানী আবুধাবি গ্রীন দরবার হোটেলে কোম্পনীগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী কল্যান পরিষদের অভিষেক অনুস্ঠান অনুস্ঠীত হয়। অনুস্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন অাবুধাবী যুবদল সভাপতি আতাউর রহমাণ (মামুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর চৌধুরী বাজার মোহামেডান ক্লাব এর সাবেক সভাপতি সহিদুল ইসলাম শিবলী এবং সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত থেকে আবুধাবিতে জেনো এক কোম্পানীগঞ্জ এর মিলন মেলায় পরিনত করেন।
- Home
- প্রবাসী খবর
- কোম্পানীগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী কল্যান পরিষদের অভিষেক অনুস্ঠীত।