পৌর মেয়রসহ বিভিন্ন মহলের শোক
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভার সাবেক দুইবারের প্যানেল চেয়ারম্যান, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুর বাবা কাজী আমির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। বুধবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে তিনি রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে কাজী আমির হোসেনের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। আমির কাজী নামে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার দক্ষিণ পাড়া কাজী বাড়ির মৃত কাজী আলী আকবরের ছেলে।
সাবেক কাউন্সিলর মিরন কাজী জানান, কাজী আমির হোসেন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা থেকে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে কাজী আমির হোসেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বৃহস্পতিবার বাদ জোহর হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল চেয়ারম্যান কাজী আমির হোসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করে মরহুমের পরিবারের সমবেদনা জানান, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলমসহ পৌর পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৪ মার্চ, ২০২৪।